1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে লকডাউনের প্রথমদিনে কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৮৮ বার দেখা হয়েছে।

করোনা সংক্রমন রোধে দেশব্যাপী ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কেরানীগঞ্জে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। রাস্তা-ঘাটে রিক্সা ও মানুষের উপস্থিতিও ছিল কম। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।

বুড়িগঙ্গা ১ম সেতু পোস্তাগেলা সেতুর কেরানীগঞ্জের হাসনাবাদ হাসনাবাদ প্রান্তে, বাবু বাজার ব্রীজের কদমতলীতে ও বসিলা ব্রীজের কেরানীগঞ্জের প্রান্তে পুলিশি চেকপোস্ট বসিয়ে তদারকি করা হয়।

এছাড়াও লকডাউন বাস্তবায়নে দিনব্যাপী চলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠা খোলা রাখার দায়ে ১৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জনকে ১ হাজার ৩ শ’ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, ২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবীর আহমেদ, দক্ষিন ও মডেল কেরানীগঞ্জ থানা পুলিশ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর