1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে জাল জন্ম সনদ তৈরির অভিযোগে যুবক আটক

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ তৈরি করে দেয়ার অভিযোগে আপডেট অনলাইন সার্ভিস সেন্টারের কর্নধার শাহিন আলম (২৯) নামের একজনকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী ও মেম্বারদের উপস্থিতিতে হাতেনাতে তাকে আটক করা হয়।

শাহীন পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুস সালাম মিয়ার পুত্র। সে আগানগর ইউনিয়ন পরিষদের পাশে অনেকদিন যাবত ঐ দোকানটি পরিচালনা করে আসছিলো।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগানগর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতির ঘটনা জানানোর পরে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর