1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি: দোহার-নবাবগঞ্জবাসীর পাশে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৯৯৫ বার দেখা হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের সহযোগিতা নিয়ে দোহার-নবাবগঞ্জবাসীর পাশে থাকবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি নিজ সংসদীয় এলাকার জনগণের জন্য প্রাথমিক অবস্থায় ১৭ হাজার ৫০০টি মাস্ক ও মাঠে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১৫০টি পিপিই পাঠিয়েছেন বলে জানা গেছে।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে এ তথ্য নিশ্চিত করেণ। তিনি জানান, নবাবগঞ্জের জন্য ১০ হাজার এবং দোহারের জন্য ৭ হাজার ৫০০টি মাস্ক পাঠিয়েছেন সালমান এফ রহমান। এছাড়া দোহারের জন্য ৭৫টি এবং নবাবগঞ্জের জন্য ৭৫টি পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছেন। এর সাথে হ্যান্ড গ্লাভস ও করোনা সংক্রমন রোধের বিভিন্ন উপকরণ পাঠাবেন।

আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমান সার্বক্ষণিকভাবে নবাবগঞ্জ ও দোহার উপজেলার খোঁজ নিচ্ছেন। তিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত। দরিদ্র খেটে খাওয়া মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে এটাও তিনি জানেন। যে কারনে তাদের জন্য চাল, ডাল, তেল-লবন সহ খাদ্য উপকরণ পাঠাবেন।

মো. আলমগীর হোসেন বলেন, যে কোন দূর্যোগ বা পরিস্থিতি মোকাবেলায় সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জবাসীর পাশে থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর