1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

শপথ নিলেন দোহার ও নবাবগঞ্জের ১৮ ইউপি চেয়ারম্যান

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯৮ বার দেখা হয়েছে

ষষ্ঠ ধাপে ঢাকার দোহার উপজেলার ৫টি ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত ১৯জন চেয়াম্যানের মধ্যে ১৮জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। এসময় শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার প্রকাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী।

নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান শপথ গ্রহন করেন।

শপথ গ্রহণ করেন শোল্লা ইউনিয়নের মিজানুর রহমান ভ‚ঁইয়া কিসমত, কলাকোপা মো. ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিকারীপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়নের রেশমা আক্তার, বান্দুরা ইউনিয়নের মো. হুমায়ন কবির, বাহ্রা ইউনিয়নের মো. সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালী ইউনিয়নের এম এ বারী বাবুল মোল্লা, নয়নশ্রী ইউনিয়নের পলাশ চৌধুরী, যন্ত্রাইল ইউনিয়নের একেএম মনিরুজ্জামান তুহিন, কৈলাইল ইউনিয়নের মো. বসির আহমেদ, আগলা শিরিন চৌধুরী, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূইয়া।

এবং দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, বিলাশপুর ইউনিয়নের রাশেদ চোকদার, নয়াবাড়ি ইউনিয়নের তৈয়বুর রহমান তরুণ, কুসুমহাটি ইউনিয়নের আব্দুল কাদের মন্ডল, নারিশা ইউনিয়নের আলমগীর হোসেন।

নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জলিল বেপারী হাসপাতালে ভর্তি থাকায় শপথ গ্রহণ করতে পারেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ