ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এন্থনি গমেজ (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পান্থপথের রিলায়েঞ্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত এন্থনি গমেজ উপজেলার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে বালিডিয়র গুরগুলি বাড়ির লিনুর গমেজের ছেলে।
উপজেলা সৎকার কমিটির প্রধান অনুপম দত্ত নিপু জানান, এন্থনি গমেজ করোনায় আক্রান্ত হয়ে ১৭ সেপ্টেম্বর ঢাকার পান্থপথের রিলায়েঞ্চ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান। বুধবার সকালে গোল্লায় গির্জায় তার লাশ সমাধিস্থ করা হয়।
অনুপম দত্ত নিপুর নেতৃত্বে সমাধি কাজে সহযোগিতা করেন রতন ডি কস্তা, অর্জুন দাস, শ্রীবাস মন্ডল, গনপতি বাড়ৈ, প্রদীপ মন্ডল, শুভজিৎ সরকার, মিঠুর বাড়ৈ. মৃদুল ও অন্তহিন।
সৎকার টিম জানায়, নবাবগঞ্জ উপজেলা এ পর্যন্ত ৩৪ জনের লাশ সৎকার ও সমাধি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য করুন