1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

নবাবগঞ্জে ২০ লাখ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৫ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার আগলা ইউনিয়নের চরমধুচরিয়া মৌজায় সরকারি ১নং খাস খতিয়ানের সরকারি ৫ শতাংশ খাস জমিতে রাতের আধারে ঘর ও ‘ছাতিয়া যুব সংঘ’ নামক ক্লাব ঘর নির্মাণ করেছিলেন আগলা ইউনিয়নের মুন্না নামের এক ব্যক্তি। অভিযান পরিচালনা করে তা উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম। ক্লাব ঘর নির্মাণের আড়ালে মূলত সরকারি জমি দখল করাই ছিলো মূল উদ্দেশ্য।

অপরদিকে, ছাতিয়া আদর্শ গ্রাম খেয়া ঘাটের জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নির্মাণাধীন ঘর অপসারণ করা হয়েছে। এখানেও ৫ শতাংশ খাস জমি দখল করে এই অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন।উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, অবৈধ দখলদারের হাত থেকে ১০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে এবং জমির উপর নির্মাণাধীন ঘর উচ্ছেদ করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর