1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সিনিয়র প্রতিবদেক.
  • আপডেটের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার ও নবাবগঞ্জে পৃথকভাবে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর পর পর শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো।

পরে বেলা ১১টায় প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য (দোহার-নবাবগঞ্জ) সালমান এফ রহমান।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান।

উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুমি অরুন কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্মআহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ওসি সিরাজুল ইসলাম শেখ।

অন্য দিকে দোহারেও উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর