1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 12:41 am

দোহারে সমন্বয় সভায় পল্লি বিদ্যুতের প্রতি ক্ষোভ ঝাড়লেন চেয়ারম্যানরা

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Tuesday, October 27, 2020
  • 496 Time View

ঢাকার দোহারে মাসিক সমন্বয় সভায় পল্লি বিদ্যুতের নানা অনিয়মের কথা তুলে ধরে ক্ষোভ ঝাড়লের উপজেলার বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এসময় তাদের সাথে উপস্থিত অন্যান্য চেয়ারম্যানরা একাত্মতা প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভার আয়োজন করেন উপজেলা পরিষদ। সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। তিনি উপজেলার সমস্ত বিভাগের কার্যক্রম সুন্দরভাবে যথা সময়ে সম্প্রদানে সব বিভাগের প্রতি আহবান জানান।

সমন্বয় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের সারা মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান তাদের বক্তব্যে দোহার পল্লি বিদ্যুতের নানা অনিয়মের কথা তুলে ধরে এর প্রতিকার চান। তারা বলেন, করোনাকালীন সময়ে অফিসে বসে পল্লি বিদ্যুতের লোকজন ভুতুরে বিল তৈরি করে গ্রাহককে দিয়েছে। এতে বিভ্রান্ত হয়েছে গ্রাহকরা। শুধু তাই নয় সে বিল গ্রাহকের কাছ থেকে তারা আদায়ও করেছে। তাই গ্রাহকের ভুতুরে বিল সংশোধন করার আগে কোন গ্রাহকের বিদ্যুৎ যেন বিচ্ছিন্ন না করা হয় সেই দাবি জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সালমান এফ রহমান এমপির সমন্বয় সভার প্রতিনিধি মোসফিকুর রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পল্লি বিদ্যুতের ডিজিএম খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, শামীম আহমেদ হান্নান, আমজাদ হোসেন আজাদ, এমএ হান্নান, সালাহউদ্দিন দরানী সহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category