1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি অমান্য: দোহারে ৩৬ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৯৭১ বার দেখা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ঢাকার দোহারে আরও ৩৬ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত দুইদিনে একই অপরাধে ৩৩ জনকে অর্থদন্ড দেয়া হয়।

বুধবার (২৩ জুন) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া, থানার মোড়, কার্তিকপুর বাজার, মৈনট ঘাট সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকালে মাস্ক না পড়ার অপরাধে ৩৬ জনকে জরিমানা করা হয়। এসময় জনসমাগম রোধে মৈনটঘাটে সব ধরণের দোকানপাট বন্ধ করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত এক সপ্তাহে দোহারে করোনা সংক্রমণের হার ৪০ শতাংশের উপরে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পড়তে হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর