1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০৩ জুন ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

নিজ এলাকার সাংবাদিকদের ‘ঈদ উপহার’ দিলেন সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১৫২৮ বার দেখা হয়েছে।

নিজ এলাকার সাংবাদিকদের ‘ঈদ শুভেচ্ছা উপহার’ দিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার অর্ধশত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা হিসেবে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করেণ তিনি। তাঁর পক্ষে সাংবাদিকদের হাতে এ ‘উপহার’ তুলে দেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। একইসাথে উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগতভাবে দোহারের অন্তত ২৫ জন সাংবাদিককে ‘ঈদ উপহার’ হিসেবে দুই হাজার টাকা করে তুলে দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, করোনা সংকটের শুরু থেকে সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছে। সালমান এফ রহমান এমপি এলাকার প্রতিটি বিষয়েই অবগত। তিনি ঈদকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এটি তারই অংশ। দোহার-নবাবগঞ্জ উপজেলার কর্মহীন মানুষকে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে তাঁর পক্ষ থেকে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর