1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন

সড়ক জীবাণুমুক্ত কার্যক্রমে দোহার পৌরসভা

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ১১৯৭ বার দেখা হয়েছে।

দোহার পৌরসভার প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন ওয়ার্ডের সড়কসমূহ জীবাণুমুক্ত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দোহার পৌরসভা।

রবিবার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের প্রধান সড়কটি জীবাণুনাশক ওষুধ দিয়ে পৌরসভার গাড়ির মাধ্যমে জবাণুমুক্ত করা হয়। এছড়া হ্যান্ড মেশিনের মাধ্যমে সড়ক ও ফুটপাতে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সচিব নাসরীন জাহান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলমাছ উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, পৌরসভার রাস্তাঘাটগুলো জীবাণুমুক্ত করতে গত কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছে পৌরসভার কর্মীরা। রবিবার পৌরসভার পানির গাড়ি দিয়ে এটি ব্যাপক পরিসরে করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া করোনা সংক্রমন রোধে এবং দরিদ্র্র মানুষকে ত্রাণ সহায়তা দিতে পৌরসভার উদ্যোগ রয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর