1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:00 am

সুরকার সেলিম আশরাফ আর নেই

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Monday, March 2, 2020
  • 1516 Time View

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা…’-এই গানসহ আরও অনেক জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। সেলিম আশরাফের স্ত্রী সংগীত শিল্পী আলম আরা মিনু তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সেলিম আশরাফের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার বাস্তা গ্রামে। স্কুল জীবনে তিনি বান্দুরা হলিক্রশ স্কুলের ছাত্র ছিলেন।

সেলিম আশরাফ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিৎসা নেন সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস বেশ সুস্থ ছিলেন তিনি।

এরপর গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় তাকে রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় চিকিৎসার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে তাকে ১০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা দিয়ে আবার তার চিকিৎসা শুরু করা হয়।

কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা তাকে শেষ পর্যন্ত না ফেরার দেশে নিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category