1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:22 am

সুবিরের পাশে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০০৭

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Wednesday, February 17, 2021
  • 676 Time View

‘তিন লাখ টাকা হলে বাঁচবে সুবির’ শিরোনামে প্রিয়বাংলা নিউজ২৪ ডটকম এ ২৭ জানুয়ারি সংবাদ প্রকাশের পর সুবির হালদারের হাটে ছিদ্র অপারেশনের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা দিয়েছে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথী ব্যাচ ২০০৭ সংগঠন। সোমবার বিকেলে সুবির হালদারের পরিবারের কাছে আথিক সহায়তা প্রদান করা হয়।

‘‘মানুষ মানুষের জন্য, মানব সেবাই বড় ধম’’ এ শ্লোগান নিয়ে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ ২০০৭ সংগঠনের যাত্রা শুরু করে। বিভিন্ন সেবামূলক কাজ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য।

জানা যায় , ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাউর গ্রামের মাছ বিক্রেতা সুজন হালদার ও ঝনু রানী হালদারের একমাত্র সন্তান সুবির হালদারের জন্ম থেকেই হাটে ছিদ্র।
চিকিৎসকরা জানান, সুবিরের অপারেশন খরচ হিসেবে প্রয়োজন ৩ লাখ টাকা।

আর্থিক সহায়তার পেয়ে সুবির হালদারের মা ঝনু রাণী হালদার বলেন, ‘‘সৃষ্টিকতা সবাইরে বাঁচায় রাখুক। আমার পোলাডা যেন সুস্থ্য হইয়া যায় দোয়া কইরেন’’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category