1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন

সালমান এফ রহমানের ‘গণসাক্ষাৎ’ শনিবার

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ১৯৩০ বার দেখা হয়েছে।

ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গণ-সাক্ষাৎ শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এসময় তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের যেকোনো সমস্যার কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা যায়, শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি কথা বলবেন।

উল্লেখ্য যে, সাধারণ মানুষ ও তৃণূলের নেতাকর্মীদের সাথে আন্তরিকতা বৃদ্ধি ও তাদের সমস্যা সমাধানে সালমান এফ রহমানের গণ-সাক্ষাৎ’এর এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। একইসাথে গণ-সাক্ষাৎ পর্বে সাধারণ মানুষের কথা নির্বিঘেœ শুনতে ইতোমধ্যে তিনি মোটরসাইকেল বহর এবং নেতাদের উপস্থিতির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। যে কারণে দুই উপজেলার মানুষ স্বাচ্ছন্দে সালমান এফ রহমান এমপির সাথে কথা বলতে পারছেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর