1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:18 am

শোল্লা ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

আলীনূর ইসলাম (মিশু).
  • Update Time : Saturday, March 5, 2022
  • 433 Time View

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শনিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভা কক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্মৃতিচারণায় শোল্লা ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত সভাপতিত্ব করেন।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ চন্দের সঞ্চলনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, আওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর হক ফুয়াদ, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আব্বাছ মোল্লা, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সচিব বিরাজ কুমার চক্রবর্তী, সুর্যমুখি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শাহীনুর ইসলাম শাহীন, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার গভর্নিংবডির সদস্য মো. বাবুল হোসেন, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মহিউদ্দিন, শোল্লা ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অনিক ভূইয়া, শোল্লা ইউনিয়নের ইউপি সদস্যগণ ১নং ওয়ার্ডের সালাম খান, ২নং ওয়ার্ডের মো. সফিক উদ্দিন, ৫ নং ওয়ার্ডের খন্দকার কামরুজ্জামান, ৬নং ওয়ার্ডের গোবিন্দ চন্দ্র মন্ডল, ৭ নং ওয়ার্ডের আঃ মতিন মিয়া, ৮ নং ওয়ার্ডের মোঃ উজ্জল হোসেন, ৯ নং ওয়ার্ডের রাজা মিয়া। ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্যা আছিয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্যা লিপি রানী ঘোষ ও ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্যা সুফিয়া বেগম।

আরোও উপস্থিত ছিলেন, আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মীর মোর্শেদ আলম, মো. আরিফুর রহমান ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে শহীদদের প্রতি ও সকলের জন্য মোনাজাত করেন খতিয়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন ইমাম শাহ্, পারমিতা চক্রবর্তী ও জয়িতা চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category