1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 26, 2024, 11:57 pm

লিটনের ক্যাচ মিসে হারলো বাংলাদেশ

প্রিয়বাংলা নিউজ২৪.
  • Update Time : Monday, October 25, 2021
  • 506 Time View

দুই-দুটি সহজ ক্যাচ ফসকে গেল লিটন দাসের হাত থেকে। প্রথমটি ১৩তম ওভারে আফিফের বল, আর দ্বিতীয়টি ১৫তম ওভারে মুস্তাফিজের বলে। যার খেসারতটা ভালোভাবেই দিতে হল বাংলাদেশ দলকে। একবার করে জীবন পেয়ে ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে ম্যাচটি নিজেদের হাতের মুঠোয় পুরেছেন দুই লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসে।

ভানুকা রাজাপাকসে তখন ১৪ রানে। আফিফ হোসেনের ওভারে রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন দাস। ৩০তম জন্মদিনে লিটনের কাছ থেকে যেনো জন্মদিনের ‘উপহার’ পেলেন রাজাপাকসে। জীবন পেয়ে রাজাপাকসে খেললেন ৩১ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। লঙ্কানদের জয়ের আরেক নায়ক চারিথ আসালাঙ্কার ক্যাচও মিস করেন লিটন। মোস্তাফিজুর রহমানের বলে লিটন ক্যাচ করার সময় আসালাঙ্কার রান ছিল ৬৩। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্য মাঝে কঠিন হলেও লিটনের দুই ক্যাচ মিসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই দুজনের ব্যাটে চড়ে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের স্বাদ পেতে রোববার (২৪ অক্টোবর) চলতি আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে নাসুম-সাকিবের স্পিন ভেল্কিতে ৭১ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। নিজের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

ইনিংসের চতুর্থ বলেই নাসুমের স্পিনে পরাস্ত হয়ে উইকেট হারান লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস (১)। এরপর চারিথ আসালাঙ্কা এসে টাইগার বোলারদের উপর তান্ডব চালালে রীতিমত দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। তবে বিশ্বসেরা সাকিবেই মেলে রক্ষা।

ইনিংসের ৯ম ওভারে আক্রমণে এসে নিজের স্পিন ভেল্কিতে চার বলের ব্যবধানে সাজঘরে ফেরান ২১ বলে ২৪ করা পাথুম নিসাঙ্কা ও সদ্যই ক্রিজে আসা আভিস্কা ফার্নান্ডোকে (০)।

সাকিবের পর সাইফুদ্দিন আক্রমণে এসে তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৬)। যাতে ৭৯ রানেই চতুর্থ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। আসালাঙ্কা-রাজাপাকসে জুটিতে সেই চাপ উড়িয়ে দিয়ে উল্টো টাইগারদের ওপরই চেপে বসে লঙ্কানরা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই লিটন-সাকিবকে হারালেও নাঈম-মুশফিকের জোড়া ফিফটিতে চড়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন নাঈম। আর মুশফিক খেলেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category