মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার থেকে ইয়াবাসহ মো. রাজু ওরফে ওসমান গনি (২৬), সায়মন সিফাত (২২) ও নুর হোসেন (২৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ভাগ্যকুল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, রাজু উপজেলার ভাগ্যকুলের রফিকুল ইসলামের ছেলে, সায়মন সিফাত কামারগাঁ মাঠপাড়ার শাহ আলম সারেং এর ছেলে এবং নুর হোসেন জুশুরগাঁও এলাকার ওয়াহেদ খানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১২১০ পিস ইয়াবা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।