1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 12:12 am

মানবিকতায় দৃষ্টান্ত ভাইস চেয়ারম্যান পাভেল

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Saturday, May 30, 2020
  • 2041 Time View

ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ভজন রাজবংশীর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল। শনিবার (৩০ মে) ভাইস চেয়ারম্যানের পক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু প্রয়াত ভজন রাজবংশীর পরিবারের হাতে খাদ্য সামগ্রী হিসেবে ফল তুলে দেন।

গত ২৫ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা যান উপজেলার চুড়াইনের ভজন রাজবংশী। পরে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। মারা যাওয়া পর তাঁর সৎকারে বাঁধা এলে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে মৃতদেহ সৎকার করা হয়। তবে করোনা সংক্রমন প্রতিরোধে পরিবারটিকে লডডাউন করা হয়। এতে হতদরিদ্র পরিবারটি খাদ্য সংকটে অনাহারে দিন পার করতে থাকে। পরিবারটি দুর্দশার কথা শুনে শনিবার উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল পরিবারটিকে বিভিন্ন ধরনের ফলসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু বলেন, হতদরিদ্র ভজন রাজবংশী মারা যাওয়ার পর তার সৎকারেও অনেকে বাঁধা দিয়েছেল। তখনও উপজেলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে তার মরদেহ সৎকার করা হয়। এরপর পরিবারটি খাদ্যের অভাবে কস্টে জীপনযাপন করছিল। পরিবারটির কস্টের কথা জানতে পেরে আজ (শনিবার) উপজেলা ভাইস চেয়ারম্যান পাভেল ভাই পরিবারটির জন্য খাবার পাঠিয়েছেন। সকলেরই উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি রূপম সরকার, কলেজ শাখা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিমন দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category