1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। সোমবার সকাল ১১টয় উপজেলার সদরে বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

বাগমরার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নবাবগঞ্জ চৌরাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠত হয়।

বিক্ষোভে ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে মিছিলে অংশগ্রহণ করেন মুসল্লিরা। এসময় বিক্ষোভকারীরা ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং ফ্রান্সের পণ্য বর্জন করার দাবি জানান তারা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর