1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:00 am

বীর মুক্তিযোদ্ধা নায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ

প্রিয়বাংলা নিউজ২৪:
  • Update Time : Friday, October 8, 2021
  • 1154 Time View

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে লড়াই করেন তিনি।

নায়ক জসিমের পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। তিনি ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের আজকের দিনে (৮অক্টোবর) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান এক সময়ের এই অ্যাকশন হিরো।

আশির দশকে ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয়তা অর্জন করেন নায়ক জসিম। তাঁকে বাংলা চলচ্চিত্রে অ্যাকশনধর্মী সিনেমার পথপ্রদর্শক মনে করা হয়। ক্যারিয়ারজুড়ে শোষিত-বঞ্চিত প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে এই নায়ককে দেখা গেছে বড় পর্দায়।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জসিমের আত্মপ্রকাশ। প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় পরিচালকদের নজর কাড়ে। পরের বছর ‘রংবাজ’ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তবে, পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে সফলতা পেযয়েছিলেন।

জসিমের খলনায়ক হিসেবে অভিনয়ের সমাপ্তি ঘটে ১৯৮০ সালের শুরুর দিকে সুভাষ দত্তের পরিচালনায় ‘সবুজ সাথী’ সিনেমার মাধ্যমে। এ সিনেমার পর থেকে মৃত্যুর আগপর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান।

সূত্র: এনটিভি অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category