1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 8:35 am

বাপ্পীর মরদেহে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Thursday, January 2, 2020
  • 873 Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুস্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খীরা অংশ নেন।
এদিকে সংসদের দক্ষিণ প্লাজায় ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহ দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী প্রয়াত বাপ্পীর মরদেহে ফুল দিয়ে শেষ বিদায় জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরপরই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেণ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ নেতাকর্মীরা ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাদ আসর হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত ফজিলাতুন্নেসা বাপ্পীর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা বাপ্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category