1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:36 am

বঙ্গবন্ধু গোল্ডকাপ: দোহার পৌরসভাকে হারিয়ে কুসুমহাটির জয়

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Tuesday, June 8, 2021
  • 813 Time View

অনাড়ম্বর আয়োজনে ঢাকার দোহারে শেষ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে দোহারের নুরপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুসুমহাটি ইউনিয়ন পরিষদ ও দোহার পৌরসভার ফুটবল দল অংশগ্রহন করে।

খেলার শুরুতেই দু’দলই আক্রমন পাল্টা আক্রামনের মধ্য দিয়ে খেলতে থাকে। তবে কোন দলই গোলের স্বাদ পায় না। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে কুসুমহাটি ইউনিয়নের ২৩ নম্বার জার্সি পরিহিত সুবোধ রাজবংশীর করা দুর্দান্ত গ্রাউন্ডিং শট পৌরসভার জালে আটকে যায়। আর এতে বিজয়ের নিশান উড়তে থাকে কুসুমহাটি ইউনিয়নের। ততক্ষনে স্বপ্ন ভাঙ্গে কয়েকটি দলকে হারিয়ে ফাইনালে উঠা দোহার পৌরসভার। খেলায় ১-০ তে এগিয়ে থেকে জয় পায় কুসুমহাটি ইউনিয়ন। টুর্ণামেন্টে সেরা গোলদাতা সুবোধ রাজবংশী আর সেরা খেলোয়ার নির্বাচিত হন কুসুমহাটির ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার অয়ন কর্মকার।

উপজেলা প্রশাসন দোহারের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, সুতারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সুরুজ বেপারী, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও টিম ম্যানেজার আমজাদ হোসেন আজাদ, কোচ মো. কফিল উদ্দিন, পৌরসভার কোচ মো. শহিদ ও টিম ম্যানেজার হুমায়ুন আহমেদ সহ আরো অনেকে।

খেলা পরিচালনা করেন টুর্ণামেন্টের প্রধান রেফারি আবুল বাশার, সহকারি রেফারি ইছহাক হোসেন, সঞ্জয় বিশ্বাস ও চতুর্থ রেফারি ইমদাদুল হক চাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category