1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা : সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা অবিচ্ছেদ্য অংশ। বাঙালির পরাধীনতার শেকল ভাঙার স্বপ্ন বুননে ও মাথা উচুঁ করে দাঁড়াবার পথ তৈরিতে মহানায়কের ভূমিকায় যিনি কাজ করেছেন তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলা, বাঙালি ও স্বাধীনতার বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে অস্বীকার করে কখনও বাঙালি হওয়া হওয়া যায় না। জাতীয় শোক দিবসের আলোচনায় ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা সহ দোহার থানা পুলিশ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর