1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 26, 2024, 11:33 pm

নৌ পুলিশের ‘মা ইলিশ সংরক্ষন অভিযান’

প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Thursday, October 28, 2021
  • 523 Time View

মৎস্য সম্পদ রক্ষায় প্রতিবছরই সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ‘মা ইলিশ সংরক্ষন অভিযান’ পরিচালনা করে নৌ পুলিশ। এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে নদীতে অভিযান চালিয়েছে নৌ পুলিশ।

অভিযানে জব্দ করা হয় ৯৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৫৭ মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল, উদ্ধার করা হয় ৩৩ হাজার ৭০১ কেজি মা ইলিশ এবং গ্রেপ্তার করা হয় ২ হাজার ৮৪৭ জেলেকে।

বুধবার (২৭ অক্টোবর) নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এসময় মৎস আইনে ৩০৫টি পৃথক মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ২ হাজার ৪৭৩টি নৌকা। পরে উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব-দুঃখীদের মাঝে বিতরন করা হয়েছে, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং আটককৃত নৌকা হেফাজতে রাখা হয়েছে।
নৌ পুলিশ বাংলাদেশ কর্তৃক এ ধরনের অভিযানের ফলে দেশের মৎস্য সম্পদ উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে যা দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণ করে বর্হিবিশ্বে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category