বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর রানা দাশ গুপ্ত সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনায় ঢাকার দোহার উপজেলা জয়পাড়া সার্বজনীন হরিসভা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দোহার উপজেলা শাখার আয়োজনে সোমবার (২২ জুন) বিকেলে এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশীর উপস্থিতিতে প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবু ইন্দ্রজিৎ পাল, আশুতোষ সাহা, দিলীপ কুমার শীল, সুবল সরকার, নিত্য সাহা, আশীষ কুমার সরকার, মিহির কর্মকার, চন্দন মোদক, সজল সরকার সহ আরও অনেকে।