1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

নিজ ঘরে বাস হেলপারের ঝুলন্ত লাশ

তানজিম ইসলাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৯৩৩ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলায় রবিউল (৩১) নামে এক বাস হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার লটাখোলা বিলের পাড় গ্রামের রবিউলের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর গ্রামের মৃত শেখ ইয়ার আলীর ছেলে। সে যমুনা পরিবহনের বাস হেলপার হিসেবে কাজ করতেন। রবিউল দীর্ঘদিন যাবত দোহারের লটাখোলা গ্রামের বিলের পাড় এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতো বলে জানায় স্থানীয়রা।

নিহত রবিউলের স্ত্রী নিলুফা জানান, রাতে তারা পাশের বাড়ি থেকে গান শুনে বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তার স্বামী রবিউলকে বিছানায় দেখতে না পেয়ে রুমের বাহিরে আসলে রবিউলকে পাশের রুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর