1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 3:17 am

নবাবগঞ্জ ও দোহারে হোম কোয়ারেন্টাইনে ৩৯৬ জন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Wednesday, March 25, 2020
  • 1752 Time View

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ৩৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে নবাবগঞ্জে ৩৩০ জন ও দোহারে ৬৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, নবাবগঞ্জে এ পর্যন্ত ৫২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে ১৯০ জনের কোয়ারেন্টাইনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩০ জন বিদেশ ফেরত ব্যক্তি।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহারে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৭২ জনকে। এর মধ্যে ১০৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৬ জন বিদেশ ফেরত ব্যক্তি। এছাড়া সুইজারল্যান্ড ফেরত এক প্রবাসীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।
ডা. জসিম উদ্দিন জানান, আইসোলেশনে থাকা ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে আজ (২৫ মার্চ) বুধবার।

অন্যদিকে, হোমে কোয়ারেন্টাইন না মানায় নবাবগঞ্জে এ পর্যন্ত ৫ জন ও দোহারে ২ জনকে অর্থদন্ড দিয়েছেন স্থানীয় প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category