1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ১ ডিসেম্ভর মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতেই ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা আছেন বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

করোনার প্রথম থেকেই প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের দিকনির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন পরিশ্রম করে উপজেলার নিম্ম আয়ের প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন নাসিরউদ্দিন আহমেদ ঝিলু। তিনি ছিলেন করোনার সম্মুখযোদ্ধা। স্বাস্থ্য সচেতনতায় মানুষের মাঝে প্রচার প্রচারণাও চালিয়েছেন তিনি।

সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর