1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 2:45 am

নবাবগঞ্জ উপজেলা এসএসসি-৮৭’র মিলন মেলা

সিনিয়র প্রতিবেদক:
  • Update Time : Sunday, April 14, 2024
  • 266 Time View

বন্ধু যদি ভাবিস, আপন করেই রাখিস” শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

নানা ব্যস্ততার মাঝেও বন্ধুদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। আগত সহপাঠী বন্ধুরা খুনসুটিতে নিজেদের আপন করে নেয়। আলোচনা, কেককাটা, গল্প, আড্ডা, সেলফি, খাওয়া-দাওয়া, সাংস্কৃতিকসহ দিনব্যাপি অনুষ্ঠানের ফাঁকে একে-অপরের খোঁজ নেন। এসময় ছিল না কোন ধর্ম-বর্ণ-গরিব-ধনী-পেশার ভেদাভেদ। অপরিচিতরা পরিচিত হোন সহপাঠী বন্ধুদের সাথে। অনেকে স্মৃতিচারণে ফিরে যান সেই বিদ্যালয়ের ক্লাস রুমে।

অনুষ্ঠানের সঞ্চালক মশিউর রহমান ফারুকের উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রাণোবন্ত করে তুলে। দিন শেষে হয়ে উঠেন একে-অপরের আপনজন।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। তারপর আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর আহ্বায়ক খন্দকার আবু হাসান সবুজ। এসময় মঞ্চে সরব ছিলেন সদস্য সচিব মো. শাহ্ আলম মিলন।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল আলম, কাজী আরিফ বিপুল, মো. আসলাম, বাহার মোল্লা, শেখ শাহীন, সজিবর রহমান, মাহবুব রহমান, মো. আসলাম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন জহির উদ্দিন আহমেদ, মো. আমজাদ হোসেন, সুকুমার হালদার, বিশ্বজিৎ সাহা এ্যাপোলো, মো. আখতার হোসেন, মো. আব্দুস সালাম, ডা. রফিকুল ইসলাম, ডা. শাহিন, হিউবার্ট যোসেফ গমেজ, মঞ্জুর আলম, প্রবীর কুমার রাজবংশী, মঞ্জুর আলম নাহিদ, মো. বাবুল হোসেন, পুতুল পারভেজ, রোজীনা আক্তার জুমা, আলিয়ার রহমান, সেলিনা আক্তার হারুন অর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category