1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২২০৯ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয় কেজি গাঁজাসহ এক নারী ও যুবককে গ্রেপ্তারের করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার টিকরপুর এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে মোঃ খলিল (৩০) ও রিনা (৩১) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের নিকট থেকে নয় কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর