1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে বাগমারা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় ধর্মীয় আলোচনা সভা করা হয়।

শোভাযাত্রায় অংগ্রহন করেন দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কমলকান্তি সরকার, নরেশ কুমার হালদার, দয়াময় বাড়ৈ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, সাধারণ সম্পাদক সঞ্জয় মোদক দিপ্ত, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অসীম বিশ্বাস উৎসব, সাধারণ সম্পাদক রিমন দাস, সহ-সভাপতি পনির মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপর দিকে ঢাকার দোহারে ও নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর