1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৩৯ বার দেখা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে ঢাকার নবাবগঞ্জে মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকার বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে থানার ফটক হয়ে পূনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে সেখানে সংগঠনটি একটি সংক্ষিপ্ত পথ সভা করেন। সভায় বক্তারা বলেন, দেশে আবারও মৌলবাদ ও জঙ্গীবাদগোষ্ঠীরা মাথা চাড়া দিয়ে ওঠেছে। এদেরকে কোন ভাবেই সুযোগ দেয়া যাবে না। সুযোগ পেলেই এরা জ্বালাও পোড়াও থেকে শুরু করে নৃশংসতার মতো হত্যাকান্ড শুরু করবে। অঙ্কুরেই এদেরকে রুখে দিতে হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলমসহ ১৪টি ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর