1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিয়াম বেপারী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খেজুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চরখলসী গ্রামের কুব্বাত বেপারীর ছেলে ও সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

সিয়ামের স্বজনরা জানান, সিয়াম সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বান্দুরা থেকে বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর