1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 3:41 am

নবাবগঞ্জে ভিজিডি উপকারভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Thursday, September 30, 2021
  • 297 Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২১-২২ চক্রের ভিজিডি কর্মসূচীর আওতায় কলাকোপা ইউনিয়নের ১৪৩জন উপকারভোগী নারীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুলতানা আলী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেণ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম সালাউদ্দিন মনজু।

সুলতানা আলী ফাউন্ডেশন এর আগে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউনিয়ন ট্যাগ অফিসার ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি চেয়ারম্যানদের সাথে ভিজিডি কর্মসূচীর আওতায় প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান করেণ।

অতিথি ছিলেন সাবেক সিনিয়র ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ, সাবেক সিনিয়র সচিব কমা সদস্য পরিকল্পনা বিভাগ ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক মহাপরিচালক শাহিনা আহমেদ চৌধুরী।

কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ইউপি চেয়ারম্যান মো. আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, আলিমুর রহমান খান পিয়ারা, তপন মোল্লা, পান্নু মিয়া, রিপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমানসহ মহিলা উদ্যোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category