1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭৩৭ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৩ বোতল বিদেশী মদসহ বিধান সরকার (৫৮) নামে এক মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিকরপুর এলাকা তাকে গেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিধান সরকার উপজেলার টিকরপুর গ্রামের মৃত বিজয় গোপাল সরকারের ছেলে।

নবাবগঞ্জ থানা গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই গৌতম চন্দ্র হালদার বলেন, মাদকের বিরুদ্ধে থানা অফিসার ইনচার্জ এর নির্দেশনায় বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টিকরপুর গ্রামের শ্যামল সরকারের বাড়ির পশ্চিম পাশে থেকে ১৩ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায় বিধান এলাকায় দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছিলো। পরে বিধানের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, বিধানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর