1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

নবাবগঞ্জে বালুভর্তি নসিমনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৬৫৮ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে বালি ভর্তি নসিমন গাড়ির ধাক্কায় ইজিবাইক উল্টে যাত্রী জলিল মোল্লা (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় এসএম নাসিম বাবুল (২৬) নামে এক যাত্রী ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

নিহত জলিল মোল্লা হরিরামপুর উপজেলার ধুলসূরা ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দড়িকান্দি ক্লাবের সামনে এ দূর্ঘটনা ঘটে।

ইজিবাইকের আহত যাত্রী এসএম নাসিম বাবুল জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইজিবাইকে তারা বারুয়াখালি থেকে বান্দুরার উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি দড়িকান্দি ক্লাবের মোড়ে আসলে অপরদিক থেকে আসা একটি বালু ভর্তি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এসময় স্থানীয়রা আহত জলিল মোল্লাকে গাড়ি থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তিনি ও ইজিবাইক চালক আহত হন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর