1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 6:56 am

নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Saturday, June 5, 2021
  • 709 Time View

ঢাকার নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে ৫০টি স্টলে এ প্রদর্শনী করা হয়। এতে উন্নতজাতের গরু, ছাগল, ঘোড়া, মহিষ, পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারে অর্থনৈতিক সচ্ছলতার জন্য পশু পালনে উৎসাহিত করছেন। তাছাড়া সরকার করোনাকালিন প্রণোদনাসহ খামারী বা গবাদিপশুর পরিচর্যায় বিশেষ গুরুত্বদিচ্ছেন। যাতে আর্থিকভাবে সাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন।

উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, দোহার-নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ রবিন্দ্রনাথ ম-ল, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category