1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কেন্দ্রীয় কৃষকলীগ নেতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১৮ বার দেখা হয়েছে।

নবাবগঞ্জের কৃতি সন্তান সদ্য কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় আবুল হোসেনকে সংবর্ধনা দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা দেন।

পরে নেতাকর্মীরা আবুল হোসেনকে নিয়ে একটি আনন্দ মিছিল বের করেণ। মিছিলটি কায়কোবাদ চত্বর ঘুরে
উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় এই নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, মো. মোতাহার হোসেন, নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ১৪ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর