1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে করোনা প্রতিরোধে সচেতনতার সভাতেই ‘গোল্লায়’ স্বাস্থ্যবিধি!

সিনিয়র প্রতিবেদক। নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৯৬৫ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামূলক শীর্ষক আলোচনা সভাতেই গোল্লায় গেল স্বাস্থ্যবিধি। ছিলনা সামাজিক দুরত্বের বালাই মাত্র।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)। সভা কক্ষে সমবায়ী ও কৃষকদের নিয়ে সামাজিক দূরত্ব না মেনেই এ সভার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সভায় উপস্থিত সকলে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করলেও সরকারিভাবে সামাজিক দূরত্বের যে নির্দেশনা রয়েছে তা মানেননি কেউ। এমনকি সভার সঞ্চালনার দায়িত্বে থাকা বিআরডিবির সহ-সভাপতি ও বক্সনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আক্কাস আলীকে মাস্ক না পড়া অবস্থায় দেখা যায়। যিনি অনুষ্ঠানের মঞ্চে বসা ছিলেন সারাক্ষণ। দর্শক সাড়িতে সবাই বসেছিল গাঁদাগাদি করে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর