1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

নবাবগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৫২ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সোনাই বিবি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগষ্ট) সকালে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে রাস্তায় মারা যান।

মৃত সোনাই বিবি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চরখলসী গ্রামের বাসিন্দা ছিলেন ।

শনিবার দুপুরে (১৪ আগষ্ট) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

জানা যায়, সোনাই বিবি ১০ দিন যাবত জ্বর ঠান্ডা কাঁশিতে ভুগছিলেন, হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন শনিবার সকালে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শারিরীক অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে রাস্তায় মারা যান।

শনিবার দুপুরে উপজেলা দাফন টিমের সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জির নেতৃত্বে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর