ঢাকার নবাবগঞ্জে করোনায় মো. মোজাহার (৬০) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ২টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। পরে সোমবার তার জানাযা ও দাফন করেন উপজেলা দাফন কমিটি। মৃত মোজাহার উপজেলা বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আপ্তাজদ্দিনের ছেলে।
সোমবার দুপুরে মৃতের জানাযা ও দাফনে অংশ নেন নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ দাফন কমিটির প্রধান সমন্বয়ক তাবির হোসেন খান পাভেলসহ মুফতি হাবিবুর রহমান নবাবগঞ্জী, মুফতি বোরহান উদ্দিন, মাওলানা বাইজিদ খান, মাওলানা ফজলুল হক, হাফেজ মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এনিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।