1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 3:33 am

নবাবগঞ্জে উপনির্বাচন: ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Reporter Name
  • Update Time : Thursday, November 25, 2021
  • 1045 Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া ৭ প্রার্থীর মধ্যে ৬জনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে জড়িত এবং একজন ইসলামী আন্দোলনের।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রকিবুল রহমান রাকিব, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর, ঢাকা জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান। এছাড়া ইসলামী আন্দোলনের নেতা মো. বুরহান উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুর রহমান বলেন. বারুয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি। সব প্রক্রিয়া শেষ করেই মনোনয়নপত্র জমা দিয়েছি।

জানা যায়, ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোটগ্রণের তারিখ ২৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category