1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা ও গাছের চারা বিতরণ

শামীম হোসেন সামন.
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন লিবে ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর প্রাথমিক শিক্ষা পদকে নির্বাচিত উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চন্দন কুমার সরকারকে ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেমায়তে হোসেনের সভাপতিত্বে এবং সোয়াইব আহমেদ শোভন ও সাইফুল ইসলাম খান তাওহীদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ওমর খান, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ এম গণি, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রাক্তন প্রফেসর আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেব নক রোকসানা আক্তার রনু, সোনাতলা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সোনাতলা বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি সিদ্দিক খান, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, আব্দুল্লাহ খান রিম প্রমুখ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর