‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নাসিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে নার্সদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক ডেপুটি ডিরেক্টর ডা. মোহাম্মদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ডা. সামসুল ইসলাম খান, ডা. মেজবাহ উদ্দিন, ঢাকা জেলা পাবলিক হেলথ নার্স ফাতেমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুফিয়া ও রোকেয়া।
উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারি ডিরেক্টর ডা. হাসান আলিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত বিভিন্ন নার্সগণ।
আলোচনা শেষে কেক কাটা হয়। পরে বিদায়ী ওয়ার্ড বয় মো. জাকির হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।