1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:05 am

দোহার ও নবাবগঞ্জে এলো ২১ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Thursday, February 4, 2021
  • 778 Time View

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ২১ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন এসে পৌঁছায়।

আগামী ৭ তারিখ থেকে এই করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, আজকে প্রথম পর্যায়ে ৯ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আমরা পেয়েছে। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আসবে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, নবাবগঞ্জে আপাতত ২০ হাজারের উপরে করোনা ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম চালান হিসেবে আজ ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আমরা পেয়েছি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন, করোনা কন্ট্রোল কর্ণার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ উপস্থিত ছিলেন।

করোনা ভ্যাকসিন পাওয়ার পর দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category