করোনা সংকটে স্বেচ্ছাসেবক লীগের ধারাবাহিক ত্রাণ বিতরণের কর্মসূচী হিসেবে ঢাকার দোহারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল তালুকদার।
শনিবার বিকেলে দোহার উপজেলার লটাখোলায় শফিকুল তালুকদারের নিজ বাড়ি থেকে এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মনী নন্দিনী গুহ আলো।
নির্মল রঞ্জন গুহ বলেন, করোনার এই দূর্যোগে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের নেতাকর্মীরা এগিয়ে এসেছে। যে কারণে আমরা ব্যাপক পরিসরে দোহার-নবাবগঞ্জের পাশাপাশি সারাদেশে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম চালাতে পারছি।