1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

দোহারে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৮৬৬ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় চাঞ্চল্যকর স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় রফিক তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সাতদিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে পাঠানো হয়েছে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন। তবে তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি।

উল্লেখ্য যে, গত ১৪ জুলাই মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার’কে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের স্ত্রীকে তুলে নিয়ে যায় তারা। বুধবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়।
ওই দিনই সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে এলাকাবাসী।
ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সহ জেলা ও দোহার থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শণ করেণ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর