1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

দোহারে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ

তানজিম ইসলাম। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৭৩৫ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল। তারই অংশ হিসেবে রবিবার (১১ অক্টোবর) দুপুরে জয়পাড়া বাজারের ফুটপাত ও যানজট নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় থেকে শুরু করে জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বর এবং জয়পাড়া সরকারি টেকনিক্যাল পর্যন্ত রাস্তার দু’পাশের যানজট ও ফুটপাত দখলমুক্ত করা হয়।


অভিযান শেষে ওসি মোস্তফা কামাল প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, জয়পাড়া বাজারের যানজট নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে। আজ প্রথম দিনে আমরা সকলকে সেখানে পার্কিং না করার ব্যাপারে সতর্ক করেছি। এরপরেও যদি কেউ না শুনে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন, এস আই রাকিব, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সহ দুই বাজার কমিটির অন্যান্য সদস্যরা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর