ঢাকার দোহারে ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার উপজেলায় জয়পাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।
এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ৬ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া জয়পাড়া আয়োজন মোড় এবং রতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ১৪ জন আরোহীকে ৭ হাজার ৭ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দোহার থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এসময় রাস্তা দখল করে লাগানো সাইনবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। অন্যথায় কঠোর পদক্ষেপের কথা বলেন তিনি।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।