1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
July 27, 2024, 4:31 am

দোহারে বিআরটিসি: ভাড়া ও সড়ক নিয়ে যা বলেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • Update Time : Friday, January 31, 2020
  • 4760 Time View

দোহার থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস চলবে এমন প্রত্যাশা দোহারবাসীর দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির হাত ধরে তা উদ্বোধনও হয়েছে। কিন্তু এ বাসের ভাড়া ও চলাচলের সড়ক নিয়ে সংশয় কাজ করছে যাত্রীদের মধ্যে। যাত্রীরা বলছেন ভাড়া বেশি হয়েছে আর কর্তৃপক্ষ বলছেন সরকারি নিয়ম মেনেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দোহার-শ্রীনগর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিসের দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, দোহার উপজেলার কার্তিকপুর থেকে চলবে বিআরটিসির এসি ও ননএসি বাস। কার্তিকপুর থেকে ছেড়ে জয়পাড়া-ফুলতলা-শ্রীনগর ও যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে যাবে গুলিস্তান পর্যন্ত। প্রাথমিকভাবে কার্তিকপুর থেকে এসি বাসের ভাড়া ১৭০ টাকা ও ননএসি বাসের ভাড়া ১১০ টাকা নির্ধারণ করা হচ্ছে। লটাখোলা করম আলীর মোড় থেকে এসি বাসের ভাড়া হবে ১৫০ টাকা ও ননএসি ১০০ টাকা।

মি. আলমগীর দাবি করেন, সিটিং সার্ভিসের পুরোপুরি নিয়ম মেনেই এ বাস চলবে। একজন যাত্রীকেও দাঁড়িয়ে নেয়া হবে না। বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সরকার নির্ধারিত ভাড়ার নিয়ম মেনেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৬৫ পয়সা। সে হিসেবে কার্তিকপুর থেকে যাত্রবাড়ি হয়ে গুলিস্তানের দূরত্ব ৬৫ কিলোমিটার। তিনি বলেন, যাত্রীদের সুবিধার জন্য এমপি সালমান এফ রহমান এ সার্ভিস চালু করেছে। কাজেই যাত্রীদের সুবিধাই আগে প্রাধান্য পাবে। প্রাথমিক সিদ্ধান্তে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিছুদিন চলার পর প্রয়োজনের ভাড়ার সমন্বয় করা হবে।

যাত্রবাড়ি দিয়ে বাস গুলিস্তান যাওয়া প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, সুত্রাপুর, পোস্তগোলা, যাত্রবাড়ি দিয়ে দোহারে আসা-যাওয়ার অনেক যাত্রী রয়েছে। তাদের সুবিধার কথা চিন্তা করে এ সড়ক নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার দিয়ে এ বাস চলবে বিধায় সময়ের হেরফের খুব একটা হবে না।

উল্লেখ্য যে, আসছে ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে দোহার-শ্রীনগর-যাত্রাবাড়ি-গুলিস্তান সড়কে চলবে বিআরটিসির এসি ও ননএসি বাস সার্ভিস। দুটি এসি ও দুটি ননএসি বাস দিয়ে এ সার্ভিস শুরু হবে। গত ২৫ জানুয়ারি দোহারের লটাখোলা মোড় থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category